যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় যাত্রা: কোথা থেকে ও কীভাবে শুরু করবেন (পর্ব-০১)
- মো: ইকবাল হোসেন
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM
বিশ্বমানের শিক্ষা, অত্যাধুনিক গবেষণা সুবিধা এবং বহুমুখী ক্যারিয়ার সম্ভাবনার কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উন্নত শিক্ষার সুযোগ, উদ্ভাবনী পরিবেশ এবং বৈশ্বিক যোগাযোগের সুবিধা নিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পথে পা বাড়ান। তবে ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ এবং ভিসা সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে এই পথচলা অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আজকের আলোচনায় আমরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো নিয়ে বিশদভাবে জানবো।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের যাত্রা শুরুর জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা জরুরি। নিচে প্রাথমিক কিছু ধাপ দেওয়া হলো যা আপনাকে সঠিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
১. লক্ষ্য নির্ধারণ করুন
*আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান? (বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আর্টস, সোশ্যাল সায়েন্স ইত্যাদি);
*কোন ধরনের প্রোগ্রাম উপযুক্ত? (ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি);
*কোন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, টিউশন ফি, স্কলারশিপ সুবিধা এবং লোকেশন আপনার জন্য সুবিধাজনক?
২. বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন
*যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রোগ্রাম ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানুন;
*জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, ইউসিএলএ, ইউসিবি ইত্যাদি আছে;
৩. ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিন
বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন পরীক্ষা দিতে হয়ে। যেমন:
* SAT/ACT (ব্যাচেলর প্রোগ্রামের জন্য);
* GRE/GMAT (মাস্টার্স ও পিএইচডির জন্য);
* TOEFL/IELTS (ইংরেজি দক্ষতা পরীক্ষার জন্য);
৪. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*স্টেটমেন্ট অব পারপাস (SOP);
*রিকমেন্ডেশন লেটার (LOR);
*ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ;
*ফান্ডিং বা স্কলারশিপের জন্য আবেদনপত্র;
৫. বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন
*সাধারণত আবেদন পোর্টাল: Common App, Coalition App বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট;
*আবেদনের জন্য ডেডলাইন মেনে চলতে হবে (ফল সেমিস্টারের জন্য সাধারণত ডিসেম্বর-জানুয়ারি);
৬. স্কলারশিপ ও ফান্ডিং পরিকল্পনা
*বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ বা ফান্ডিং পেতে পারেন;
*ফিন্যান্সিয়াল এড, স্টুডেন্ট লোন, ও অন-ক্যাম্পাস চাকরির সুযোগ আছে;
৭. ভিসা আবেদন করুন
*বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন অফার পাওয়ার পর I-20 ফর্ম সংগ্রহ করুন;
*F-1 স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন ও দূতাবাসে ইন্টারভিউ দিন;
৮. যাত্রার পরিকল্পনা করুন
*আবাসন (অন-ক্যাম্পাস/অফ-ক্যাম্পাস) ঠিক করুন;
*বিমানের টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করুন;
যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে অংশ নিন;
লেখক: মো: ইকবাল হোসেন
শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব টলেডো, যুক্তরাষ্ট্র
ই-মেইল: mhossai22@rockets.utoledo.edu