স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ রাশিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

রাশিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই
রাশিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই  © সংগৃহীত

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য রাশিয়া একটি জনপ্রিয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা ও স্কলারশিপের সুযোগের কারণে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আদর্শ। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষস্থানীয়। বিশ্বমানের শিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণে রাশিয়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। 

রাশিয়ার স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক) স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় স্নাতকোত্তর আগামী ৭ জুলাই এবং পিএইচডি ১ জুলাই।  

স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক) রাশিয়ার মস্কোতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

সুযোগ-সুবিধা—

*কোনো টিউশন ফি লাগবে না;

*উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকোত্তরে ৪০ হাজার রাশিয়ান রুবল (বাংলাদেশি টাকায় প্রায় ৫৭ হাজার ৫১৪ টাকা) এবং পিএইচডিতে ৭০ হাজার রাশিয়ান রুবল (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৬৪৯ টাকা) প্রদান করবে;

*স্বাস্থ্যবীমা প্রদান করবে;

*আবাসন সুবিধা দেবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন তুরস্কে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ভালো ফলধারী হতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৫.৫ স্কোর পেতে হবে অথবা টোয়েফলে ন্যূনতম ৭২ স্কোর তুলতে হবে;

New Project (20)

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট;

*একাডেমিক পেপারস;

*দুইটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি দক্ষতার সনদ;

*রিসার্চ প্রপোজাল (পিএইচডি);

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন সংযুক্ত আরব আমিরাতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ তারিখ: স্নাতকোত্তর আগামী ৭ জুলাই এবং পিএইচডি ১ জুলাই ২০২৫।


সর্বশেষ সংবাদ