স্কলারশিপে মেডিকেলে পড়ুন তাইওয়ানে, আবেদন ৩১ মার্চের মধ্যেই

তাইওয়ানের কাওশিয়াং মেডিকেল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে চাইলে আবেদন করুন এখনই
তাইওয়ানের কাওশিয়াং মেডিকেল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে চাইলে আবেদন করুন এখনই  © সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ানের কাওশিয়াং মেডিকেল ইউনিভার্সিটি (কেএমইউ)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের মেডিকেলে অধ্যয়ন-ইচ্ছুক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৫। 

কাওশিউং মেডিকেল ইউনিভার্সিটি (কেএমইউ) ১৯৫৪ সালে কাওশিউং শহরে প্রতিষ্ঠিত হয়। শহরটির তৎকালীন মেয়র চেন চি-চুয়ান এবং তাইওয়ানের চিকিৎসাবিজ্ঞানের প্রথম পিএইচডি গবেষক তু সুং-মিং এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের আগস্টে তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে কাওশিউং মেডিকেল কলেজকে আনুষ্ঠানিকভাবে কাওশিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি দেবে; 

*আবাসন সুবিধাসহ দেবে নানা সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*চীন ছাড়া বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন; 

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

Tai 2

প্রয়োজনীয় নথিপত্র—

*অনলাইন আবেদনপত্র;

*পাসপোর্ট সাইজের ছবি;

*বৈধ পাসপোর্ট;

*নাগরিকত্ব সনদ;

*অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট;

*আর্থিক বিবৃতি;

*চায়নিজ অথবা ইংরেজি ভাষায় একটি স্টাডি প্ল্যান;

*ভাষাদক্ষতার সনদ;

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ