মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন আজ রাত ১২টার মধ্যেই

অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে স্কলারশিপ দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে স্কলারশিপ দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট   © সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস/সম্মান) বা সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলি—

*পরিবারের আয় ২ লাখ টাকার কম হতে হবে;

*পিতা মাতা চাকরিজীবী হলে সেক্ষেত্রে ১৩-২০তম গ্রেডের হতে হবে;

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে ৮.৫ মাসের আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

দরকারি কাগজপত্র—

*প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ফরম ডাউনলোড ও প্রিন্টের পর শিক্ষার্থীকে ভর্তিকৃত নিজ প্রতিষ্ঠান বা বিভাগের প্রধানের প্রত্যয়নপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে;

*পিতা-মাতা বা অভিভাবকের বেতনের গ্রেড বিষয়ক প্রত্যয়ন সংযুক্ত করতে হবে;

*শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের নিকট পিতা-মাতার বাৎসরিক আয় ২ লাখ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে;

*প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন পরিবারের, নদীভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সন্তানদের অবস্থা প্রমাণে প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে;

*স্নাতক (পাস/সম্মান) বা সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল মেধাবী শিক্ষর্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তার আবেদনের সঙ্গে সর্বশেষ শ্রেণি বা উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্র সংযুক্ত করতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ