পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ, বছরে দেবে ৩৭ লাখ টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ PM

আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে। ‘ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপ’-এর আওতায় এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় রাউন্ডের আবেদনের শেষ সময় ১০ মার্চ ২০২৫।
প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ হলো বিশ্বব্যাপী প্রতিভাবান ও মেধাবী গবেষকদের জন্য একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ। এটি সাধারণত এমন শিক্ষার্থীদের প্রদান করা হয়, যারা একাডেমিক ক্ষেত্রে চমৎকার সাফল্য অর্জন করেছেন এবং উচ্চতর গবেষণায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু গবেষণা ও উদ্ভাবনের জন্য নয়, বরং ভবিষ্যৎ নেতৃস্থানীয় বিজ্ঞানী, প্রকৌশলী এবং চিন্তাবিদ তৈরিতেও ভূমিকা রাখে।
সুযোগ-সুবিধা—
স্কলারশিপপ্রাপ্ত ৫০ শিক্ষার্থী সাড়ে তিন বছরে নানান সুবিধা পাবেন।
*টিউশন ফির জন্য সম্পূর্ণ তহবিল দেবে। ফলে শিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না;
*জীবনযাত্রার খরচে সহায়তার জন্য প্রতিবছর ২৫,২২৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা) উপবৃত্তি দেবে;
*অধ্যয়নের প্রথম ৩ বছরের জন্য বার্ষিক ২,০০০ পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেবে;
*গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকবে;
*ইম্পেরিয়ালে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাসমূহে সম্পূর্ণ পরিসরে অ্যাকসেস দেবে। পাশাপাশি পেশাদার দক্ষতা কোর্সের সুযোগও থাকবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার
আবেদনের যোগ্যতা—
*প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ডিস্টিংকশন থাকতে হবে;
*এ স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন, যারা স্নাতকোত্তরে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন;
*যুক্তরাজ্য ও সারা বিশ্বের প্রতিভাবান প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। জাতীয়তার ওপর কোনো বিধিনিষেধ নেই, যদিও কিছু বিভাগ আন্তর্জাতিক প্রার্থীদের ভর্তি করাবে না;
*এ স্কলারশিপের আওতায় শুধু নতুন পিএইচডি আবেদনকারীরা পড়তে পারবেন। বর্তমানে ইম্পেরিয়াল কলেজের পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার
আবেদন প্রক্রিয়া—
ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপের জন্য আলাদা আবেদন ফরম নেই। অনলাইন ভর্তি পদ্ধতির মাধ্যমে ইম্পেরিয়াল কলেজে অধ্যয়নের জন্য ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। এরপর ভর্তিকৃত বিভাগ আপনাকে একাডেমিক যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে স্কলারশিপের জন্য মনোনীত করবে। ভর্তি প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কিছু নির্দেশ মানতে হবে।
কলেজের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া আপনাকে অবশ্যই পছন্দের বিভাগ দ্বারা বর্ণিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মার্চ ২০২৫;
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।