উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে তুরস্ক, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
স্কলারশিপ দিচ্ছে তুরস্ক

স্কলারশিপ দিচ্ছে তুরস্ক © সংগৃহীত

২০২৫–২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে অধ্যায়নের সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার।‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’ এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। এ স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে তুরস্কের শিক্ষাব্যবস্থা খুবই মানসম্মত। শিক্ষার্থীদের কাছে তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হচ্ছে ‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’।

দুই দশক ধরে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই ৫০ এর অধিক শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে থাকে।

বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ), বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ হাজারের বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে তুরস্ক সরকারের এই স্কলারশিপে।

সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।

* মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। 

* স্নাতকের জন্য ৭০০ তুর্কি লিরা  (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৯৯ টাকা) প্রদান করবে।

* স্নাতকোত্তরে জন্য ৯৫০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ২৫৬ টাকা) প্রদান করবে।

* পিএইচডির জন্য প্রায় ১৪০০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার ৭৯৮ টাকা) প্রদান করবে।

* গবেষণার জন্য প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা প্রদান করবে।

* আবাসন সুবিধা প্রদান করবে। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়।

* স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে।

* বিমানে আসা-যাওয়ার খরচ।

* বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।

* ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা
* তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না।

* স্নাতকে সর্বোচ্চ ২১ বছর।

* স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর।

* পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর।

* রিসার্চে সর্বোচ্চ ৪৫ বছর। 

* স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৯০% নাম্বার এবং বাকি অন্যান্য সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৭০% নাম্বার থাকতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭০ শতাংশ মার্কস তুলতে হবে।

* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।

* ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি
* সাদা ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি।

* পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি)।

* সব পরীক্ষার সার্টিফিকেট।

* সব পরীক্ষার মার্কশিট।

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

* দুটি রেফারেন্স লেটার।

* একটি মোটিভেশনাল লেটার।

* স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।

* একটি রিসার্চ প্রপোজাল।

* টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।

* এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি ইত্যাদি)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://tbbs.turkiyeburslari.gov.tr/ ওয়েবসাইটে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/ -লিংকে।

মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের পেছাল ব্রাকসু নির্বাচন
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
হাসপাতালে আশ্রয় নেওয়া নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ, দুই আনসার সদস…
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনের মাঠে এবার ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উ…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9