রচনা লিখে জিতুন লাখ টাকা, সঙ্গে অভিভাবকসহ জাপান ভ্রমণের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১০:৪৯ AM
জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনির্ভাসিটি (আইসিইউ) গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের ১৪-১৮ বছর বয়সের যুবকরা এই রচনা প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর।
আইসিইউ এবং জাপান আইসিইউ ফাউন্ডেশন যুবকদের জন্য এ রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর ভিত্তি করে রচনার থিম ঠিক করা হয়। সমাজকে এগিয়ে নিতে যুবকদের নিজেদের দৃষ্টিভঙ্গি জানার এ প্রতিযোগিতায় প্রতিবছর বাছাইকৃত থিমের উপর রচনা বা প্রবন্ধ লিখতে হয়। কয়েকটি বিষয়ের মধ্য থেকে যেকোনো একটি বিষয়ের ওপর প্রবন্ধ বা রচনা লিখতে হয় আগ্রহীদের।
আরও পড়ুন: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করুন বিনা খরচে
পুরস্কারসমূহ:
*প্রথম পুরস্কার বিজয়ী একজন অভিভাবকসহ ২০২৫ সালে জাপান ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য বিমানের টিকিটসহ নানা সুবিধা মিলবে। এসবের পাশাপাশি দেওয়া হবে এক লাখ ইয়েন (বাংলাদেশি টাকায় ৮২ হাজার ১২৬ টাকা) ।
* দ্বিতীয় পুরস্কার বিজয়ী একজন পাবেন ৫০ হাজার ইয়েন।
* তৃতীয় পুরস্কার বিজয়ী ১০ জন বিশেষ পুরস্কার পাবেন।
যোগ্যতাসমূহ:
* বিশ্বের যেকোনো দেশের যুবকেরা আবেদন করতে পারবেন।
* ২০২৪ সালের ৯ অক্টোবরে বয়স ১৪–১৮ বছরের মধ্য হতে হবে বয়স।
* রচনা বা প্রবন্ধ ইংরেজিতে লিখতে হবে।
* রচনার শব্দসংখ্যা হতে হবে ৬৫০।
* রচনায় বিবলিওগ্রাফি ও টাইটেল থাকতে হবে এবং টাইটেলের সঙ্গে রচনার বিষয়ে মিল থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আইসিইউ গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।