ফুল-ফ্রি স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষা, আবেদন শেষ ১০ জানুয়ারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে ফ্রান্স সরকার। ‘আইফেল স্কলারশিপ ২০২৩’-এর আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়া হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি, ২০২৩।

‘আইফেল স্কলারশিপ ২০২৩’ এর মাধ্যমে যেকোনো একাডেমিক মেজরসহ আবেদনকারীরা স্নাতকোত্তর এবং পিএইচডতে ভর্তি হতে পারবেন। এটি ফরাসি সরকারী স্কলারশিপ। ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক ফরাসি মন্ত্রণালয় দ্বারা অর্থায়িত এই স্কলারশিপ।

সুযোগ-সুবিধাসমূহ

• আবাসন ভাতা।
• সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। 
• বিমানের টিকিট।
• মাসিক উপবৃত্তি। 
• মাসিক ভাতা। 
• সম্পূর্ণ টিউশন ফি।

যোগ্যতাসমূহ

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে । 
• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য বয়স ২৫ বছরের মধ্যে থাকতে হবে ।  
• পিএইচডির প্রোগ্রামের জন্য বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে ।  

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীর নিজ দেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সহযোগিতা নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে। আবেদনকারীকে তার উপযুক্ত বিশ্ববিদ্যালয় বেছে নিতে হবে। আবেদনের পদ্ধতি এবং আবেদন জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে জানতে, আবেদনকারীকে ইমেইল অথবা টেলিফোনের মাধ্যমে ফ্রেঞ্চ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ইচ্ছেমতো কাজের অনুমতি দিলো কানাডা

বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের ঠিকানা

ঠিকানা : বাড়ি নং- ১৮, রোড নং-১০৮, গুলশান-২, ঢাকা
ফোন: ০২-৮৮১৩৮১১-৪
ফ্যাক্স- +৮৮-০২-৮৮২৩৬১২
ওয়েবসাইট: www.ambafrance-bd.org
ই-মেইল: ambafr@ambafrance-bd.org

লোকেশন: গুলশান-২ চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে ২০০ গজ এগিয়ে পূর্ব পাশে ওয়ান্ডারল্যান্ডের পিছনে অবস্থিত।

খোলা–বন্ধের সময়সূচী

• দূতাবাসটি শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯.০০-বিকাল-৫.০০ টা পর্যন্ত খোলা থাকে।
• আর ভিসা বিভাগ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত খোলা থাকে।

একাডেমিক ক্ষেত্রসমূহ

>> মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য

• আইন ও রাষ্ট্রবিজ্ঞান।
• ইতিহাস, ফরাসি ভাষা এবং সভ্যতা।
• অর্থনীতি এবং ব্যবস্থাপনা।

>> বিজ্ঞান ও প্রযুক্তির জন্য

• জীববিজ্ঞান এবং স্বাস্থ্য।
• ইকোলজিক্যাল ট্রানজিশন।
• গণিত এবং ডিজিটাল।
• প্রকৌশল বিজ্ঞান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence