বিনাখরচে রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ 

রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যাল
রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যাল  © সংগৃহিত

ফুল-ফ্রিতে রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রাশিয়ান ফেডারেশন এবং ইসলামিক কর্পোরেশন ইয়ুথ ফোরাম (ICYF)। ১৮-৩৫ বছর বয়সী যেকোন দেশের যুবক-যুবতীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।প্রোগ্রামটি রাশিয়ার কাজান/তাতারস্তানে (রাশিয়ান ফেডারেশন) অনুষ্ঠিত হবে৷ আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২২। 

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যাল তাতারস্তান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রণালয় (রাশিয়ান ফেডারেশন) এবং ইসলামিক কর্পোরেশন ইয়ুথ ফোরাম (ICYF) দ্বারা সংগঠিত এবং সম্পূর্ণ অর্থায়িত  একটি প্রোগ্রাম। এটি একটি নন-একাডেমিক প্রোগ্রাম। তাই IELTS পরীক্ষার প্রয়োজন নেই। 

আরও পড়ুন: বিনামূল্যে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ 

রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল সারা বিশ্বের আন্ডারগ্র্যাড, গ্র্যাড, যুব, কর্মী এবং অন্যান্য নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
• ভ্রমণ, বাসস্থান এবং অন্যান্য খরচ বহন করবে।
• সম্পূর্ণ অংশগ্রহণকারীদের রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যাল কতৃক জারি করা সনদপত্র প্রদান করা হবে।

নির্বাচন প্রক্রিয়াঃ-  
আয়োজক কমিটি চূড়ান্ত বাছাই এর মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করবে ও সিদ্ধান্ত নেবে।। আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতাসমূহ পূরণ করতে হবে:

• রাশিয়া, ও আইসি সদস্য রাষ্ট্র এবং তার বাইরের যেকোন দেশের  ১৮-৩৫ বছর বয়সী যুবক অথবা যুবতী হতে হবে। 
• জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ে থিয়েটার, কোরিওগ্রাফি, সঙ্গীত, শিল্পকলা এবং সিনেমার বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা কাজে জড়িত থাকতে হবে। 
• সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কে উত্সাহী এবং অনুপ্রাণিত হতে হবে। 
• ইংরেজিতে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে।

ফেস্টিভ্যালটি নিম্নলিখিত বিভাগে সংগঠিত হবে:
• থিয়েটার।
• কোরিওগ্রাফি। 
• সঙ্গীত। 
• চারুকলা। 
• সিনেমা। 

আবেদন প্রক্রিয়াঃ- 
রাশিয়ায় আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। 

ফেস্টিভ্যাল এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.icyforum.org/international-youth-festival-of-modern-muslim-culture/

সরাসরি আবেদন করতে ক্লিক করুন https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeNUO1FsbyuWQvkU5XLIgKO3xYic2S7t95ghKDEc0V0CVzMoA/viewform


সর্বশেষ সংবাদ