সাত কলেজ বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৫.৫৮

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটটির ফলাফল প্রকাশিত হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষে এবার অধিভুক্ত সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৯৬ জন। পরীক্ষায় অংশ নেয়া ২৫ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৮৯৫ জন। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ দশমিক ৫৮ শতাংশ এবার ভর্তির জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর শুক্রবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। অধিভুক্ত সাত কলেজ মিলে এই ইউনিটের মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। কলেজগুলোর জন্য আলাদা বরাদ্দ আসনে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.7college.du.ac.bd এ পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!