এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩

এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩
এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩  © ফাইল ছবি

চলতি বছরে এইচএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে মোট ৩২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এরমধ্যে পাস করেছেন ৩০৩ জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৩৯ শতাংশ। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান তিনটি, আর সব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাস করেছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এরপর বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিদেশের ৮টি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩২১ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে মাত্র ১৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এদিকে, আগামীকাল সোমবার থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। মোবাইল এসএমএসে এ আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রকাশিত ফল নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বরাবরের মতোই এবারও পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence