গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম সিসরাত জাহান

  © টিডিসি ফটো

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সিসরাত জাহান নামে এক ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫।

জানা গেছে, সিসরাত জাহান কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসরাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার ৯০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন আর মাত্র একজন। ৮০ কিংবা এর উপরে নম্বর পেয়েছেন ১০৩ জন, ৭৫ কিংবা এর উপরে ৩৪৫ জন, ৭০ কিংবা এর উপরে ৯৯১, ৬৫ কিংবা এর উপরে ২ হাজার ৩৩৩, ৬০ কিংবা এর উপরে ৪ হাজার ৮৪১, ৫৫ কিংবা এর উপরে ৮ হাজার ৯৮৫, ৫০ কিংবা এর উপরে ১৪ হাজার ৯৭০, ৪৫ কিংবা এর উপরে ২২ হাজার ৫৮৩, ৪০ কিংবা এর উপরে ৩১ হাজার ৭৩৬, ৩৫ কিংবা এর উপরে ৪২ হাজার ০৪৫, ৩০ কিংবা এর উপরে ৫৩ হাজার ২৯৬ আর ৩০ এর নিচে পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন।


সর্বশেষ সংবাদ