ডেন্টাল ভর্তি পরীক্ষার পাস করেছে ১৪ হাজার ৩৬৪ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৯:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে মোট পাস করেছেন ১৪ হাজার ৩৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬৬৬ জন এবং মেয়ে ৯ হাজার ৬৯৮ জন। এবছর ছেলেদের পাশের হার ৩২ দশমিক ৪৮ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে এ হার ৬৭ দশমিক ৫২ শতাংশ।
পাশ করা শিক্ষার্থীরা মেধা, পছন্দ ও কোটা অনুযায়ী ৫৪০ ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তারা ভর্তির সুযোগ পাবেন। এবারের পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী এবং শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা গত ৫ মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী ৫৪০ জন পরীক্ষার্থীদেরকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।