অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড ১০ এপ্রিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৯:২৫ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ০৯:৪৬ AM
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল। ওইদিন বেলা ১০ থেকে ১২ পর্যন্ত অনলাইনে এই গণিত উৎসব হবে।
আঞ্চলিক অলিম্পিয়াড থেকে নির্বাচিতরাই কেবল জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২১-এ অংশগ্রহণের সুযোগ পাবে।
জাতীয় অলিম্পিয়াডের পূর্বে নির্বাচিত সবাইকে https://online.matholympiad.org.bd ঠিকানায় প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলের তথ্য হালনাগাদ করতে হবে। নিজ প্রোফাইলে লগইন করে বাবা এবং মা-এর নাম, জন্ম তারিখ, এবং পূর্ণ ঠিকানা যুক্ত করতে হবে। ঠিকানা লেখার সময় অভিভাবকের নাম, বাড়ি/ ফ্ল্যাটের নাম ও নম্বর, এলাকার নাম, ডাকঘর, থানা, উপজেলা, জেলার নামসহ লিখতে হবে। এখানে যে ঠিকানা লেখা হবে সেই ঠিকানায় পুরস্কার ও উপহার পাঠানো হবে।
যেকোনো ধরনের সাহায্যের জন্য support@matholympiad.org.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।