জবি শিক্ষার্থী শুনেই মজিদকে মারধর শুরু করেন মাদকাসক্তরা

এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ
এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ  © টিডিসি ফটো

পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

আটক তিনজনের নাম- উৎসব, হোসেন ও জীবন। উৎসব উত্তেজিত হয়ে বলেন, আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ (বহিষ্কৃত) নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌছালে ৮/১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে হামলা করেন। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে উপপরিদর্শক সৌরভ শাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা ঘটনা একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ