জবি শিক্ষার্থী শুনেই মজিদকে মারধর শুরু করেন মাদকাসক্তরা

এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ
এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ

পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

আটক তিনজনের নাম- উৎসব, হোসেন ও জীবন। উৎসব উত্তেজিত হয়ে বলেন, আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ (বহিষ্কৃত) নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ওয়ারী থানাধীন কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে পৌছালে ৮/১০ জন মাদকাসক্ত বখাটে তার ওপর হামলা করে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে হামলা করেন। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে ওয়ারী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে উপপরিদর্শক সৌরভ শাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা ঘটনা একটা অভিযোগ দায়ের হয়েছে। সে ৯৯৯ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।