জবির নতুন পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক

ড. সিদ্ধার্থ ভৌমিক
ড. সিদ্ধার্থ ভৌমিক   © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক। 

মঙ্গলবার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সিদ্ধার্থ ভৌমিক আগামী ১ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব পালন করবে। এছাড়াও বিধি মোতাবেকে তিনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ‌‌‌‘অনিয়মকে নিয়ম করে চলছে জবির পরিবহন পুল’ শিরোনামে পরিবহন পুলের দুর্নীতি অনিয়মের একটি অনুসন্ধানী নিউজ প্রকাশ করা হয়েছে। সেখানে পরিবহন পুলে খরচ চালানে অনিয়মকে নিয়ম করে অর্থ লোপাট, ভিন্ন খাতে চালানে একই পণ্যের একাধিক মূল্য, একই মডেলের গাড়িতে অতিরিক্ত দামে একই যন্ত্রাংশের ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও ব্যক্তিগত লাভের আশায় বাইরে থেকে কাজ করানো, কর্মস্থলে উপস্থিত না থেকেও হাজিরা দিয়ে বেতন গ্রহণের বিষয়গুলো উঠে এসেছ।


সর্বশেষ সংবাদ