নবীর অপমান সইবে না মুসলমান— বিক্ষোভে ইডেন ছাত্রীরা

ইডেন ছাত্রীদের বিক্ষোভ
ইডেন ছাত্রীদের বিক্ষোভ   © টিডিসি ফটো

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সারাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে। এবার তাদের সাথে যোগ দিলো ইডেন কলেজের ছাত্রীরাও। 

শনিবার (১১জুন) দুপুরে সাধারণ শিক্ষার্থী ব্যানারে ইডেন কলেজের সামনে নীলক্ষেত আজিমপুর সড়কে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছেন ইডেনের ছাত্রীরা। এসময় তাদরকে বোরখা-হিজাব পড়ে স্লোগান দিতে দেখা যায়। মিছিলে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’, ‘বিশ্ব নবীর অপমান মানিনা মানবোনা’ ইত্যাদি বিভিন্নরকম স্লোগান দেন তারা। 

আরও পড়ুন: মহানবীর অবমাননার আন্দোলনকারীদের ‘শিবির’ বললেন বেরোবি শিক্ষক

মানববন্ধনে ‘নবীর অপমান সইবে না মুসলমান’ ‘রক্তের শেষ ফোটা দিয়ে হলেও নবীর সম্মান রক্ষা করবো’ ‘উই লাভ মোহাম্মদ (সা:) মোর দেন আওয়ার লাইফ’ ইত্যাদি বাংলা-ইংরেজী বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার শোভা পায় তাদের হাতে। 

এর আগে শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর কয়েকশ সাধারণ শিক্ষার্থী ঢাকা কলেজের মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে অবস্থান নেয়। সেখান থেকে মিরপুর রোডে মিছিল শুরু করেন তারা। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি ঘুরে নীলক্ষেত গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় পুরো এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন।


সর্বশেষ সংবাদ