বিশ্ববিদ্যালয়ের সামনেই ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

 ভুক্তোভোগী শিক্ষার্থী আবু আনছার
ভুক্তোভোগী শিক্ষার্থী আবু আনছার  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু আনছার (২০)। গতকাল রোববার (১৫ মে) রাত ৯টা ২৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ভিক্টর পরিবহনের কাউন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, রাত সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাই। সদরঘাট থেকে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবার খাওয়ার জন্য আসি। এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ।

পালানোর চেষ্টা করলে আমাকে জানে মেরে দেবে। ছিনতাইকারী বলে আমার আশপাশে তাদের অনেক লোকজন আছে। পালানোর চেষ্টা করলে তারা ধরে ফেলবে। তখন ছিনতাইকারী আমার মানিব্যাগ কেড়ে নেয়।

তিনি বলেন, এরপর আমার ফোনও কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করলে সুযোগ বুঝে দৌড় দেই। দৌড়ে সামনে এগিয়ে গিয়ে দু’জন লোককে বলি আমার ছিনতাই হয়েছে। তারপর নিকটস্থ ভিক্টোরিয়া পার্কে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে সাহায্য চাই। তখন সেখান থেকে একজন পুলিশ কনস্টেবল আমাকে বাসে তুলে দেয় গন্তব্যে যাওয়ার জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এটা নিয়ে থানায় মামলা করুক। আমরা পুলিশকে বলে সহযোগিতা করবো।


সর্বশেষ সংবাদ