তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০২:৪৬ PM , আপডেট: ২২ মার্চ ২০২২, ০৩:৩৩ PM
চূড়ান্ত পরীক্ষায় প্রমোশনসহ তিন দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টায় রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, করােনা সংক্রমণ থাকায় সাত কলেজের দর্শন বিভাগের ফলাফল বিপর্যয় হয়েছে। তাই মানবিক বিবেচনায় ১ম, ২য়, ৩য় বর্ষ (১৭-১৮,১৮-১৯,১৯-২০) সেশনের পরীক্ষায় অকৃতকার্য সকল বিভাগের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমােশন চাই। তারা বলেন, করােনা সংক্রমনের কারণে আমরা একই বর্ষে দুই বছর অতিক্রম করে ফেলেছি। যেখানে ৪ বছরে অনার্স শেষ হওয়ার কথা ছিল। এখন এই সংক্রমণ এবং নতুন পরীক্ষা সিস্টেমের কারণে যদি শিক্ষার্থীদের আরাে একটি বছর চলে যায় তবে আমাদের অনেক ক্ষতির মধ্যে পড়তে হবে।
আরও পড়ুন- ঢাবিতে সান্ধ্য কোর্স আসছে ‘অনিয়মিত প্রোগ্রাম’ নামে
এসময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-
১। করােনা সংক্রমনের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমােশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযােগ দিতে হবে।
২। দর্শন বিভাগের প্রশ্নের মান বন্টন পরিবর্তন করতে হবে।
৩। গণহারে ফেল করার কারণ ও প্রতিরােধে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।
অপরদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।