জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১০ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ১০ মার্চ ২০২২, ০৫:১৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১০ মে হতে শুরু হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১০ মে ২০২২ হতে শুরু হবে। বিস্তারিত সময়সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
আরও পড়ুন : দিনদুপুরে শিশু চুরি, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
এছাড়া একই শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ আগামী ১৬ মার্চ ২০২২ হতে শুরু হবে। এই দুটি কোর্সের সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে।