অনশনে ছাত্রলীগ কর্মীদের বাধা, শাস্তির দাবি জবি ছাত্রফ্রন্টের

ফাইল
ফাইল   © ছবি

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে বাধা প্রদানকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংগঠনটির সদস্য নিবির রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা এ দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: সংকট সামলাতে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সহ-সভাপতি সুমাইয়া সোমা বলেন, মঙ্গলবার দুপুর ১২-১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসাইন সহ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী শিক্ষার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ছিড়ে ফেলে এবং কর্মসূচিতে বাধা প্রদান করে। এসবের মধ্য দিয়ে তারা অতীত ইতিহাসের জঘন্যতম কাজের পরিচয় দেয়। ছাত্রলীগের এহেন চরিত্রে আমরা তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন:  যৌন হয়রানির অভিযোগের পর পদ হারালেন বশেমুরবিপ্রবি শিক্ষক

বিবৃতিতে তিনি আরও বলেন, শাবিপ্রবির ভিসি শিক্ষার্থীদের আন্দোলনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী দিয়ে হামলা করে ফ্যাসিস্ট শাসকের পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকল শিক্ষার্থীর অভিভাবক। একজন অভিভাবক কখনোই পারেন না তার সন্তানদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করার নির্দেশ দিতে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অধিকার একজন উপাচার্য কখনোই দিতে পারেনা। এসবের মধ্য দিয়ে ভিসি ফরিদ তার নৈতিক অধিকার অবক্ষয় করেছেন। আমরা অবিলম্বে ভিসি ফরিদ এর পদত্যাগের দাবি জানাই।


সর্বশেষ সংবাদ