নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশ আজ

নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশ কাল
নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশ কাল  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা আজ সোমবার প্রকাশিত হবে। রবিবার (০২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (০৩ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

আরও পড়ুন: কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে

এর আগে, গত ১২ ডিসেম্বর (রোববার) থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়ে। শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। তবে বিশ্ববিদ্যালয়টিতে কি পরিমাণ ভর্তিচ্ছু আবেদন করেছেন সেটির কোন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াত চক্রের ৩ সদস্য আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটে (‘এ’ ‘বি’ ‘সি’ ‘ডি’ এবং ‘ই’) সর্বমোট এক হাজার ৬০টি আসনের মধ্যে বিজ্ঞানে ২৭২টি, মানবিকে ৫৪০টি এবং বাণিজ্য শাখায় ২৪৮টি আসন রয়েছে।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগে আটক দুই

‘এ’ ইউনিটের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ৫৫টি, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগে ৫০টি, দর্শন বিভাগে ৫০টি। ‘বি’ ইউনিটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, পরিসংখ্যান বিভাগে ৪০টি আসন রয়েছে।

এছাড়া ‘সি’ ইউনিটের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৫০টি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ৫০টি, হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগে ৫০টি, ব্যবস্থাপনা বিভাগে ৫০টি।

আরও পড়ুন: জাককানইবিতে ২১ মাসেও হয়নি মাস্টার্সের ফল প্রকাশ

‘ডি’ ইউনিটের অর্থনীতি বিভাগে ৫০টি, লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগে ৫০টি, আইন ও বিচার বিভাগে ৫০টি, উন্নয়ন বিভাগে ৫০টি, সমাজ বিজ্ঞান বিভাগে ৫০টি। ‘ই’ ইউনিটের সংগীত বিভাগে ৫৫টি, চারুকলা বিভাগে ৪০টি, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ২৫টি, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২৫টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ