জবিতে ডেঙ্গ আতংক, ক্যাম্পাস ছুটির দাবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কাছে ক্যাম্পাস ছুটির আবেদন জানিয়ে উপাচার্যের সাথে দেখা করেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার(২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে ক্যাম্পাস ছুটির জন্য আবেদন করেন।

তারা আবেদনে জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ প্রায় ৩৫ জনেরও অধিক প্রান ঝরে পরেছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থী পুরান ঢাকার অস্বাস্থকর পরিবেশে বাস করায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী। ইতোমধ্যে আমাদের প্রায় ১০০ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত। এমতাবস্থায় আগামী ২-৩ দিনের ভেতর ক্যাম্পাস বন্ধ করতে আহ্বান করেন প্রশাসনকে ।

উপাচার্য়ের সাথে দেখা করার পর সাধারণ শিক্ষার্থীরা জানান, আমরা উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম সম্ভব হলে ঈদের ছুটিটা এগিয়ে আনা যায় কিনা। তবে তিনি সে বিষয়ে সম্মতি দেনন। কারণ হিসেবে সেশনজোটের কথা উল্লেখ করেন। তবে ক্যাম্পাসকে আরো পরিষ্কার রাখার ব্যাপারে আরো উদ্যোগ নেয়ার কথা জানান বলে সাধারণ শিক্ষার্থীদের বলেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য অনুয়ায়ী, এখন বেশী জ্বরের রোগী আসে।মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য কোন ব্যবস্থা না থাকার কারণে বাইরের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তারা ।এবিষয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডা. মিতা শবনম বলেন,আমাদের এখানে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জ্বর , মাথাব্যাথার ঔষধ দিয়ে থাকি । বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জ্বরের রোগী আসলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যান পরিচালক আবদুল বাকী বলেন, ক্যাম্পাসে মশা মারার জন্য প্রতিদিন স্প্রে করা হয় । ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহন করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহন করছি না।

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষীতে ক্যাম্পাস ছুটির জন্য উপাচার্য বরাবর আবেদন করেন।


সর্বশেষ সংবাদ