জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ২য় বর্ষের ‘পদার্থ’ বিষয়ের পরীক্ষা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০২:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের “পদার্থ” বিষয়ের (৪র্থ পত্র) পরীক্ষা। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে না।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্র কোড-১২২৭০৩ এর “পদার্থ” বিষয়ের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।