কারমাইকেল কলেজের প্রভাষক রবিউল ইসলাম আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৫ PM
৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য ও রংপুর কারমাইকেল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার (৭ মে) সকালে রংপুরের ডক্টরস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
প্রভাষক মো. রবিউল ইসলামে মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
পরম করুণাময় মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।