একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থীকে হারাল খুলনা বিশ্ববিদ্যালয়
আত্মহত্যার পর এবার সড়ক দুর্ঘটনা
- খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM

মাত্র একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থীকে হারিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার। গত সোমবার (৫ মে) দুপুরে গলায় গামছা পেঁচিয়ে তৌকির আহমেদ আবির নামে এক ছাত্র আত্মহত্যা করার পর অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজ (এমডিপিএস) ২৫ ব্যাচের মো. আব্দুল করিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ আজ বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতের চাচা শ্বশুর সাইফুল্লাহর বরাতে জানা যায়, আব্দুল করিম বাইকে করে পাওনা টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত করে বলেন, আমাদের শিক্ষার্থী আবদুল করিমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
সহপাঠীরা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আবদুল করিম ছিলেন অত্যন্ত ভদ্র ও সহযোগিতাপরায়ণ মানুষ। তার অকাল প্রয়াণে পুরো ব্যাচ গভীরভাবে শোকাহত।
এর আগে গত সোমবার আত্মহত্যার পথ বেছে নেওয়া তৌকির আহমেদ আবির ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (ইসিই) তৃতীয় বর্ষের (২২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন শাহ-শিরিন রোডের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ছাত্রের সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেম-সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি ও আর্থিক কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবিদ। এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।