সাত কলেজের বিভিন্ন বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ও মাস্টার্স শ্রেণির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
সাত কলেজের স্ব স্ব কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সনের চলমান মাসসমূহের বিভিন্ন সময়ে সাত কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সাত কলেজের অধ্যক্ষদের সমন্বয়ে ক্লাস পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা জুলাই ২০২৫ এ অনুষ্ঠিত হবে। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ অক্টোবর ২০২৫। অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা যথাক্রমে ২০২৫ সনের ডিসেম্বর ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য এই সময়ের পূর্বে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা গ্রহণের জন্য বলা হয়েছে।
আরো পড়ুন: সাত কলেজের চলমান ভর্তি আবেদনের কী হবে, যা বলছে ঢাবি কর্তৃপক্ষ
সাত কলেজের চলমান অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষার সম্ভাব্য সময়ের বিষয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, সাত কলেজের অধ্যক্ষদের পূর্বের একটি সভায় শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা এখন প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষাসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসন বা অন্য কোনো কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।