চিকিৎসক-ইঞ্জিনিয়ার-আইনজীবীদের কলেজের সভাপতি ও সদস্য হওয়ার সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক হলেও ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন।  

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসাবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা মনোনীত হতে পারবেন। 

এর আগে গত ১১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রির শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়। একইসঙ্গে একজন ব্যক্তি দুটির বেশি কলেজের গভর্নিং বডির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনীত হতে পারবেন না বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এছাড়াও গত ১৮ নভেম্বর উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি কলেজের অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি মনোনয়নে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।  


সর্বশেষ সংবাদ