পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে শাস্তি পেলেন সাত কলেজের ১১ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চলমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২৪ এপ্রিল অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে রয়েছেন- ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ফারজানা ইয়াসমিন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সানজিদা আক্তার, সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের মো. রবিউল ইসলাম ও দর্শন বিভাগের মো. রায়হান, সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের রাইসুল ইসলাম রাব্বি ও ইংরেজি বিভাগের মো. শামীম মোল্লা, কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাসুদ রানা, ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের জান্নাতুল মাওয়া, সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মো. সাব্বির হোসেন, বাংলা বিভাগের ইমরান হোসেন এবং সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শামীউল আহমেদ।
এতে দেখা গেছে, মাস্টার্স (স্নাতকোত্তর), অনার্স (সম্মান) এবং বিবিএসহ বিভিন্ন বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তির মেয়াদ বিভিন্ন রকম। কারও কারও ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে, আবার কেউ কেউ পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, উপাদানকল্প কলেজগুলোর মধ্যে এম এস গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২২ এর এক শিক্ষার্থী এবং বিএসসি (সম্মান) দ্বিতীয় বর্ষ গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা ২০২৩ এর এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি পেয়েছেন। তবে, বিজ্ঞপ্তিতে এই দুই শিক্ষার্থীর নাম ও অন্যান্য পরিচয় উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি তাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি হ্রাসের আবেদন করেন, তবে উপাচার্য বিশেষ বিবেচনায় তাদের শাস্তি এক বছর পর্যন্ত কমাতে পারেন।