কুবির আবাসিক হলে থাকার সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৯ PM

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের ভর্তি পরীক্ষা উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের প্রভোস্ট স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও অন্যান্য হল প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত যেসব শিক্ষার্থীর নিজস্ব আবাসনের ব্যবস্থা নেই, তারা এ সুযোগ পাবেন।
আরো পড়ুন: শাবিপ্রবিতে ভর্তির নতুন তারিখ ঘোষণা, ফি কমেছে ২১শ’ টাকা
প্রয়োজনীয় ডকুমেন্ট (প্রবেশপত্র বা পরিচয়পত্র) প্রদর্শন করে রেজিস্ট্রারে নাম অন্তর্ভুক্ত করে হলে রাত্রিযাপনের সুযোগ পাবেন। হল প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।