ছাত্রীদের কমনরুম থেকে টাকা চুরি

সরকারি তিতুমীর কলেজ
সরকারি তিতুমীর কলেজ  © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের ছাত্রীদের কমনরুম থেকে প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ শিক্ষার্থীর প্রায় ছয় থেকে সাত হাজার টাকা ও রুপার ব্রেসলেট চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অবস্থিত ছাত্রীদের কমনরুম এই ঘটনা ঘটে। 

জানা গেছে, কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের কমনরুমে শিক্ষার্থীরা তাদের হ্যান্ড পার্স রেখে কেউ ওয়াশরুমে যান, আবার কেউ বৃষ্টিতে ভেজা জামাকাপড় শুকাতে ছিলেন। কিছুক্ষণ পর তারা দেখতে পান, তাদের পার্স নেই। অনেক খোঁজাখুঁজির পর কমনরুমে অবস্থিত বাথরুমের ডাস্টবিনে পার্সগুলো পাওয়া যায়, তবে পার্সের ভেতরে থাকা টাকা ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগী প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মারিয়া আক্তার কনা বলেন, বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আমরা কমনরুমে ব্যাগ আলাদা করে রেখে নিজেদের মতো জামাকাপড় শুকাচ্ছিলাম। কিছুক্ষণ পর এক শিক্ষার্থী জানান, তার ব্যাগ কমনরুমে ছিল, সেখান থেকে টাকা হারিয়ে গেছে। এরপর আমরা আমাদের ব্যাগ খুঁজতে গিয়ে দেখি আমাদের পার্স নেই। 

পরে অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের ডাস্টবিনে পার্স পাই, কিন্তু পার্সে থাকা টাকা ও মূল্যবান সব কিছু নিয়ে গেছে, শুধু পার্সটা ফেলে রেখে গেছে। আরেক শিক্ষার্থীর ছোট একটি হ্যান্ড পার্সে রুপার একটি ব্রেসলেট ছিল, সেটিও চুরি হয়েছে। 

এ বিষয়ে জানতে তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাবিনা ইসলামকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনো পর্যন্ত এরকম কোন ঘটনা শুনিনি। ভুক্তভোগী কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ