কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ বাউবিতে, আবেদনের সুযোগ যাদের

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। বাউবির এ প্রোগ্রামটি কমনওয়েলথ অব লার্নিং, ভ্যানকুভার, কানাডার সহযোগিতায় বাংলাদেশ ছাড়া আরও ১১টি দেশে চালু রয়েছে। অ্যাডমিশন সেমিস্টার ২২২-এর আওতায় বিশ্ববিদ্যালয়টির ঢাকা ও চট্টগ্রাম রিজিওনাল সেন্টারে এ প্রোগ্রামের কার্যক্রম চলবে।

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএ, বিকম, এমবিবিএস/ডেন্টাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অ্যাগ্রিকালচার, বিএসসি নার্সিং) থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক স্কোর অর্জন করতে হবে;

আবেদন যেভাবে—

*http://osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের Apply Now বাটনে ক্লিক করে ভর্তি নির্দেশিকা পড়ে Apply Now ক্লিক করতে হবে। এরপর Next button-এ সাধারণ তথ্য পূরণ করতে হবে;

*ব্যক্তিগত তথ্যাদি আপলোডের পর সদ্য তোলা একটি ছবি (৩০০×৩০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) এবং আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর (৩০০×১০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) সংযুক্ত করতে হবে;

*Next Button-এ ক্লিক করে শিক্ষাগত ও চাকরির অভিজ্ঞতার তথ্য যুক্ত করতে হবে;

*আবেদনকারীর ফোনে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড ও পেমেন্ট পরিশোধসংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করতে হবে;

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়—

*আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জুন ২০২৫;

*ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ২০ জুন ২০২৫, বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট;

*ভর্তি পরীক্ষার স্থান: ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র;

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন—

মোট ২০০ নম্বরের পরীক্ষায় সাধারণ সচেতনতায় ৫০, ইংরেজি ভাষায় ৫০, কোয়ান্টিটেটিভ টেকনিকসে ৫০ এবং রিজনিংয়ে ৫০ থাকবে; 

ক্লাস অনুষ্ঠিত হবে: প্রতি শুক্রবার;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ