জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন শেষ হচ্ছে রবিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদন আগামী রবিবার (১৬ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএডসহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

একই সময়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তির আবেদনও শেষ হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা, যা সংশ্লিষ্ট কলেজে সরাসরি বা নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ১৭ মার্চের মধ্যে জমা দিতে হবে।

২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজ স্বতন্ত্রভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরি করবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২২ এপ্রিল।

আবেদন ফরমে কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence