সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শাবিপ্রবির কিনের ঈদবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে কিন
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে কিন  © টিডিসি

সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ১৩০ শিক্ষার্থীর মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, গতকাল বিকেল চারটায় শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে কিন স্কুলের ১৩০ শিক্ষার্থীর মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং কিনের উপদেষ্টা ড. জায়েদা শারমিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও ‘ঈদ আনন্দ’ কর্মসূচি উদ্‌যাপন করেছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

কিনের সেচ্ছাসেবীরা বলেন, ‘শাবিপ্রবির আশেপাশের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের বিনামূল্যে শিক্ষাদান করছে কিন স্কুল। অন্যান্য বছরের মতো তাদের জন্যই আমাদের এবারের আয়োজন। কিন প্রতিবছরই চেষ্টা করে শিক্ষার্থীদের সাথে ইদ আনন্দ ভাগ করে নেওয়ার।’

আরও পড়ুন: কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

উল্লেখ্য‚ ২০০৩ সালের ৩০ জানুয়ারি ‘আত্মার কাছে দায়বদ্ধতার হাতে রাখি হাত’ মূলমন্ত্র সামনে রেখে যাত্রা শুরু করে কিন। প্রতিষ্ঠার পর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি‚ রক্তদান কর্মসূচি‚ অসহায় শিশুদের শিক্ষা কার্যক্রম ‘কিন স্কুল’‚ সামাজিক সচেতনতামূলক কর্মসূচি‚ শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি, এই পাঁচটি উইংস এর মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।

পরবর্তী সময়ে ‘চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়’ মূলমন্ত্র সামনে রেখে করে ২০০৪ সালের ২৬ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কিন স্কুল। সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে স্কুলটি।


সর্বশেষ সংবাদ