পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ জবি শিক্ষার্থীদের

ক্যাম্পাস থেকে মশাল মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে যান শিক্ষার্থীরা
ক্যাম্পাস থেকে মশাল মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে যান শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ধর্ষকদের সর্বোচ্চ শস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও নারীদের যথাযথ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও পুরান ঢাকার তাঁতিবাজার অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মশাল মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন তারা।

এ সময় ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না, আমার বোনের কান্না, আর না আর না’ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও পুরান ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘ অতীতে ধর্ষণের বিচার ঠিকভাবে হয়নি বলেই এখনো ধর্ষকরা সাহস পাচ্ছে। সরকার যদি সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে তবে এসব অপকর্ম বন্ধ হয়ে যাবে।’


সর্বশেষ সংবাদ