জবিতে রমজানজুড়ে ফ্রি কুরআন শিক্ষা, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০৩:১৮ PM

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম চলছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই কার্যক্রমটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। প্রতিদিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে চলে ২টা ৪৫ মিনিট পর্যন্ত কুরআন শিক্ষা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাফেজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অনেক শিক্ষার্থী, যারা আগে কুরআন পড়তে পারতেন না বা ভুলে গিয়েছিলেন তারা এই সুযোগকে কাজে লাগিয়ে কুরআন শেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, কুরআন শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য কল্যাণকর। এই উদ্যোগের মাধ্যমে আমরা যারা সঠিকভাবে কুরআন পড়তে পারতাম না, তারা একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছি। আশা করি, ভবিষ্যতে এমন দ্বীনি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
হাফেজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হক ভূঁইয়া বলেন, অনেক শিক্ষার্থী ব্যস্ততার কারণে নিয়মিত কুরআন শেখার সুযোগ পান না। তাদের জন্যই আমাদের এই আয়োজন, যাতে কেউ দ্বীনি জ্ঞান অর্জন থেকে বঞ্চিত না হন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করব।
পরিষদের সভাপতি কাজি আরিফ বলেন, আমাদের সমাজে ইসলামের মূল শিক্ষা ও অনুশীলনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু কুরআন তেলাওয়াত শিখুক তা-ই নয়, বরং ইসলামের আলোকে জীবন পরিচালনার পথও খুঁজে পাক।
শিক্ষার্থীদের বিপুল সাড়ায় আয়োজকেরা আশাবাদী, এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।