রমজানে জবির ক্লাস ও অফিস সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ PM

রমজান উপলক্ষ্যে ক্লাস ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিস সকাল ০৮:০০টা থেকে বেলা ০২:৩০ মিনিট পর্যন্ত চলবে (বেলা ১:১৫ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি)।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘দেখা যায় বিকালে অনেক সময় রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। সেজন্য তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা যাতে সবাই সময়মতো বাসায় ফিরতে পারেন।’