জবির আইন বিভাগের নতুন চেয়ারম্যান শহিদুল ইসলাম

অধ্যাপক ড. শহিদুল ইসলাম
অধ্যাপক ড. শহিদুল ইসলাম  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শহিদুল ইসলাম। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ও রেজিস্ট্রার অধ্যাপক ড.গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মাসুমবিল্লাহ বিভাগের দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত পদে শহিদুল ইসলামকে দ্বায়িত্ব দেওয়া হলো। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। 

এ ছাড়া বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এই আদেশ আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ