ইবিতে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ PM

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই ক্যারিয়ার ফেস্ট আয়োজিত হয়।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহার সভাপতিত্বে এবং সাহারা আক্তার শিথী ও তাজনিয়া লাবণ্যর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান।
ক্যারিয়ার ফেস্টে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট বিসিএস ক্যাডার রবিউল আলম লুইপা, ‘খায়রুলস বেসিক ও ব্যাংক ম্যাথে’র লেখক মো. খায়রুল আলম, চাকরি প্রস্তুতি প্ল্যাটফর্ম ‘ক্যারিয়ার ম্যাপ’ এর সিইও মোহাম্মদ জাসিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লি.-এর কুষ্টিয়া রিজিওনাল হেড শাহ মো. আবু আলমগীর সিদ্দিকী, এইচ আর পারসেপশন-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদি হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছেন, যা ক্যারিয়ার ফেস্টের মাধ্যমে জানা যায়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বছরে অন্তত দু’বার ক্যারিয়ার ফেস্ট হওয়া উচিত এবং পাশাপাশি ছোট ছোট কর্মশালার মাধ্যমে সারাবছর ক্যারিয়ার উন্নয়নের কার্যক্রম চালু রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে, কারণ এটি চাকরির বাজারে টিকে থাকার অন্যতম প্রধান যোগ্যতা।’
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন সবসময় বড় রাখতে হবে এবং তা পূরণে কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। চাকরির প্রস্তুতির শুরুটা কঠিন হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। যে বিষয়ে দুর্বলতা রয়েছে, সে বিষয়ে অধিক মনোযোগ দিতে হবে। চাকরির বাজার সম্পর্কে সচেতন থাকা এবং দক্ষতা উন্নয়নের জন্য নেটওয়ার্কিং ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি, সময় ব্যবস্থাপনা ও নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
ক্যারিয়ার ক্লাবের দায়িত্বশীলরা বলেন, আমরা শিক্ষার্থীদের গাইড করার জন্য কাজ করি এবং সবসময় তাদের পাশে থাকি। ভবিষ্যতে আরও কার্যকর কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। সেখানে তারা ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরি বাজার সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ নেন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়।