কুয়েটে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
ছাত্র ইউনিয়নের মশাল মিছিল  © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এই মিছিল বের হয়ে করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এসময় নেতাকর্মীরা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’; ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবনা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

মিছিল পরবর্তী সমাবেশে ইবি ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের সশস্ত্র হামলা প্রমাণ করে চব্বিশের জুলাই আগস্টের পরেও আমরা স্বাধীনতা পাইনি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং যারা এদের মদদ দিয়েছে তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা সসংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি এই নির্মম হামলা ছাত্রদলের দ্বারা সংগঠিত হয়েছে। ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়। অতীতে আমরা শিবিরের হাতে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। আমরা ছাত্রদলের হাতেও অস্ত্রের ঝনঝনানি দেখেছি।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার দায় ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। কুয়েট ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আধিপত্য বিস্তারের কারণে আর একদিনের জন্যও বাংলাদেশের কোন ক্যাম্পাস বন্ধ হোক আমরা তা দেখতে চাই না।’ 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence