কবি নজরুল কলেজে শুরু হলো বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট
- আব্দুল্লাহ খান, কবি নজরুল কলেজ প্রতিনিধি ;
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM

উৎসবমুখর পরিবেশে কবি নজরুল সরকারি কলেজে শুরু হয়েছে বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে। খেলাধুলার প্রতি ভালোবাসা ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশকে উৎসাহিত করতে কলেজের বিভাগীয় ছাত্র কল্যাণ একযোগে এই টুর্নামেন্টের আয়োজন করে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ) কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ কলেজের অন্যান্য সক্রিয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বাড়াতে সাহায্য করে। এমন আয়োজন আমাদের ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়। শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়ে আসতে এরকম উদ্যোগের বিকল্প নেই।আশা করি পরবর্তীতেও শিক্ষার্থীবান্ধব সংগঠনগুলো এরকম উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল বিকাশ সম্ভব। তারা এই টুর্নামেন্টকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে আয়োজিত এই টুর্নামেন্টে কলেজের বিভাগীয় ছাত্রকল্যাণগুলো অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচেই দর্শকদের উপভোগ্য লড়াই দেখতে পাওয়া যায়। উদ্বোধনী ম্যাচে সিলেট বিভাগকে হারিয়ে জয় লাভ করে ময়মনসিংহ বিভাগ।
আয়োজক কমিটির ফয়সাল আহমেদ বলেন, "শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক প্রশান্তি এনে দেয়। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিভাগীয় ছাত্র কল্যাণ গুলোর উদ্যোগে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
খেলাধুলার এমন উদ্যোগ কলেজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।।