রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের দায়িত্বে ফায়েজ-মনির

ফায়েজুর রহমান ও আবদুল্লাহ আল মনির
ফায়েজুর রহমান ও আবদুল্লাহ আল মনির  © টিডিসি

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত রাখতে কাজ করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি)। ক্লাবের কার্যক্রমের অগ্রগতি বজায় রাখতে ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য কার্যকর পরিষদ গঠন করেছে আরইউবিসিসি। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ফায়েজুর রহমান ও জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মো. আবদুল্লাহ আল মনির।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আরইউবিসিসির উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার এবং সদ্য সাবেক সভাপতি মো. সাব্বির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবনির্বাচিত কার্যকর পরিষদ ঘোষণা করা হয়। 

কার্যনির্বাহী পরিষদে আরও রয়েছেন সৌরভ শিকদার (ভাইস প্রেসিডেন্ট), মো. মিজানুর রহমান (ভাইস প্রেসিডেন্ট), মো. ওমর ফারুক সরকার (জয়েন্ট সেক্রেটারি), লিমন মিয়া (জয়েন্ট সেক্রেটারি), মো. তানজিরুল ইসলাম শান্ত (জয়েন্ট সেক্রেটারি),  মো. সাকিব আল হাসান (ট্রেজারার), সাবরিয়া তালাত (হেড অব অপারেশনস), মো. লুৎফর রহমান (হেড অব ক্রিয়েটিভ), মো. সোহানুর রহমান সজীব (হেড অব এইচ আর অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট), সুমাইয়া আফশিন (হেড অব ব্র‍্যান্ডিং অ্যান্ড প্রমোশন), মোছা. সুরাইয়া খাতুন (হেড অব আইটি), সাদমান সাফায়েত সিফাত (হেড অব ডকুমেন্টশন)।

এ ছাড়া বিভিন্ন দায়িত্বে এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত হয়েছেন মুইজ মোহতাসিম ইসলাম, মো. ইসমাইল হোসেন, মাহির আল মিশরী, মো. আল আমিন, মো. মেহেদী হাসান, মো. ওয়ালিম আহমেদ, মোহাম্মদ আজিজুল হক, মোছা. আতিকা আক্তার, মো. শাহেদ আলী শুভ, জয়ীতা শর্মা, মো. সজীব, মো. তাইবুর রহমান, মো. লাবীব শাহরিয়ার সিয়াম, মো. জান্নাতুল নাইম, মোছা. নাসমিন আক্তার রিপা, মোছা. জেসমিন পারভীন, সাদিয়াতু তাবাসসুম, কাজী আহনাফ বিন বেলাল, রাকিব শাহরিয়া, ফারজানা মারজু, মো. ওমর ফাহিম, মোছা. তানিয়া পারভীন, আব্দুল্লাহ আল মাহমুদ হেলাল।

সংগঠনটির এডভাইজর ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবগঠিত কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট ফায়েজুর রহমান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে চ্যালেঞ্জিং চাকুরীবাজার ও ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন এক আশা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে আমি নবগঠিত পরিষদের সহযোগিতায় এই লক্ষ্যে সর্বদাই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিতে কাজ করে যাব। আশা করছি শিক্ষার্থীদের যুগোপযোগী হয়ে গড়ে উঠতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব পুরোপুরিভাবে সাহায্য করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ও নবতর চিন্তাধারা তৈরিতে কাজ করে যাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।’

নবগঠিত কার্যকরী পরিষদের জেনারেল সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মনির বলেন, ‘আমাকে ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত করায় প্রথমেই সম্মানিত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরইউবিসিসির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকায় এটি আমার কাছে একটি আবেগের নাম। ইতোমধ্যে আমাদের সংগঠনটি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। বছরব্যাপী শিক্ষার্থীদের জন্য ক্লাবের বিভিন্ন আয়োজন যেমনি একাডেমিকে অগ্রগতিতে ভূমিকা রাখছে তেমনি নেতৃত্বের গুণাবলি অর্জন, সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে দক্ষতা অর্জনসহ বিভিন্ন ব্যবহারিক জ্ঞানার্জনেও সহায়তা করছে। আশা করছি সামনেত দিনগুলোতেও সবার ঐকান্তিক প্রচেষ্টায় এ ধারা অব্যাহত রাখব আমরা।’

নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এডভাইজর জনাব প্রশান্ত কুমার পোদ্দার বলেন, প্রতিযোগিতামূলক এই চাকরিবাজারের জন্য একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ই ক্যারিয়ার গঠনের বুনিয়াদ হওয়া উচিত। এক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের একটা মাইলফলক সৃষ্টি করবে বলে আশা করছি।’

উল্লেখ্য, একাডেমিক সাফল্য এবং আধুনিক চাকরি ও ব্যাবসায়িক ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বিভিন্নআয়োজন করেছে। বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমিক সাফল্যের জন্য ও বিভিন্ন ধরনের ক্যারিয়ার-বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করেছে ক্লাবটি। এছাড়াও বিগত সময়ে জাতীয় পর্যায়ে আইডিয়েশন প্রতিযোগিতাও আয়োজন করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের ডেভেলপমেন্টে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি ‘ইয়ুথ লিডারশীপ’ এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি।


সর্বশেষ সংবাদ