ক্ষমা না চাইলে ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
শিক্ষার্থীদের সাথে অশোভন ও আপত্তিকর আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় রাজধানীর সাইন্স ল্যাবে মোড়ে সড়কে অবরোধ করে কর্মসূচি পালনকালে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরতদের পক্ষে এ ঘোষণা ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা সেখানে থেকে উঠবে না।