বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:০৩ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এ হলের সিটকে কেন্দ্র করে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত আটটার দিকে এই ঘটনা শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর মাঝে সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে।
তাকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে।
এক পর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে সংঘর্ষ চালিয়ে যান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষে ৪ শিক্ষার্থী আহত হয়েছে।
এ বিষয়ে প্রক্টর ড. মো ফেরদৌস রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে স্বৈরাচারের দোসরা। হলের সিটকে কেন্দ্র করে ঘটনাটি এতদূর গড়িয়েছে। তারা পরিকল্পিতভাবে বন্ধের দিন শুক্রবার ও শনিবারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ আমাদের প্রক্টোরিয়াল বডির উপরও দুবার হামলা করা হয়েছে। একবার শুরুর দিকে প্রধান ফটকের সামনে এবং দ্বিতীয়বার যখন আমরা শিক্ষার্থীদের বের করে দেই প্রথম গেট দিয়ে তখন আমাদের উপর হামলা করা হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে দুই পক্ষই অনড় অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।