শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবির সিআরসি

সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  © ফাইল ফটো

তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় গভীর রাতে ও সকালে খুঁজে খুঁজে শীতার্ত মানুষের মাঝে কম্বল, চাদর, শীতের টুপি এবং মাফলার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১১ টা থেকে গভীর রাত পর্যন্ত এবং আজ সকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ৭০ জন শীতার্ত মানুষের মাঝে ‘উষ্ণ ভালোবাসা’ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ইবি সিআরসির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিল। 

অংশ নেওয়া সদস্য ফাহিম বলেন, সিআরসির এই উদ্যোগ কেবল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং সমাজে মানবিক চেতনাকে জাগ্রত করার একটি অনন্য উদাহরণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য সিআরসির ক্ষুদ্র প্রয়াস। মানুষের কল্যাণে কাজ করাই সিআরসির মূল লক্ষ্য। সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই। নিরলস পরিশ্রম করে মানুষের উপকারে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। 

সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গভীর আত্মিক প্রশান্তি অনুভব করছি। শীতার্ত মানুষকে সহায়তা করার মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই প্রশান্তিই আমাদের এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আশা করছি সামনেও এধরণের মানবিক কার্যক্রম চলমান থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence