জবিতে নিয়মিত ক্লাস হচ্ছে কিনা, মনিটরিং হবে সফটওয়্যারে
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ PM
‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের উপস্থিতিতে সফটওয়্যারটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
জানা যায়, ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রতিটি বিভাগের চেয়ারম্যান ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন এবং সেমিস্টার প্রতিনিধিরা (সিআর) প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এসব তথ্যের ভিত্তিতে জানা যাবে রুটিনমাফিক নিয়মিতভাবে ক্লাস হচ্ছে কি না।
এই সিস্টেম চালু নিয়ে শিক্ষার্থীরা জানান, এই সিস্টেম বাস্তবায়ন হলে দারুণ হবে। নিয়মিত ক্লাস অনেক সময়মতো হয় না। তাছাড়া অনেক কোর্সে ক্লাসের জন্য অপেক্ষা করেও শেষে সময় অনুযায়ী ক্লাস হয় না। এমন মনিটরিং আমাদের জন্য উপকার হবে।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি মনিটরিং এর জন্য শীঘ্রই একটি সফটওয়্যার চালু করার পরিকল্পনা রয়েছে। এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে কর্মস্থলে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে।