আবারও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভের ডাক
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (০৪ জানুয়ারী) এই কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনরত সংগঠন তিতুমীর ঐক্যের ফেসবুক পেজ থেকে।
তিতুমীর ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক জটিলতা দূর করতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর জরুরি। আন্দোলনকারীরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
এই বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আহম্মদ আলী বলেন, আমরা সাত কলেজের অধিভুক্তির পক্ষে নই, বরং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঐক্যবদ্ধ। আগামী ৭ জানুয়ারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
নতুন কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে তিতুমীর ঐক্যের কার্যনির্বাহী পরিষদের সদস্য আমিনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তারা কার্যকরভাবে কাজ করছে না। এই কমিটি সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট জমা দেওয়ার আগেই কর্তৃপক্ষ সাত কলেজেকে বিশ্ববিদ্যালয় সমকক্ষ কাঠামো (সেন্ট্রাল ইউনিভার্সিটি) ঘোষণা করার পরিকল্পনা করছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা মূলত ৭ তারিখে বিক্ষোভের ডাক দিয়েছি।