কবি নজরুল কলেজে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

কবি নজরুল সরকারি কলেজে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’
কবি নজরুল সরকারি কলেজে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’   © সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মৃতির স্মরণে কবি নজরুল সরকারি কলেজে ‘জুলাই স্মৃতি আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে অংশ নিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে কবিয়ান ক্রিকেট ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমদ ফাহিম।

টুর্নামেন্টের আয়োজক কমিটিতে রয়েছেন ফরিদ উদ্দিন, শেখ ফয়সাল আহমেদ, মাসুদ রানা, আশিকুর রহমান সরল, সোহাগ মিয়া, তন্ময় হাসান, আলি কবির প্রমুখ।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান ফাহিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের স্পৃহা ছড়িয়ে দিতে এ আয়োজন।

অন্যদিকে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে শুরু হয় ৭ দিনব্যাপী ব্যাটমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৩২টি দল। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।


সর্বশেষ সংবাদ