ঢাকা কলেজে র্যাগিংয়ের ঘটনায় শিক্ষার্থীকে শাস্তি
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ PM
আবাসিক হোস্টেলে রাতভর শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে এক শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ আবাসিক সিট বাতিল করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম আফজাল হোসেন রাহাত। তিনি ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
গত ২৬ নভেম্বর ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের ৩০১ নম্বর কক্ষের ০৭/১০/২০২৪ তারিখে ঘটনার তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আফজাল হোসেন রাহাত অনার্স চতুর্থ বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ এর আবাসিক সিট বাতিল করা হলো।’
আরও পড়ুন: ঢাকা কলেজের হলে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ছাত্রদলের
এ বিষয়ে র্যাগিংয়ের শিকার মারুফ রেজা মাসুম বলেন, ‘আমি সন্তুষ্ট হয়েছি দীর্ঘদিন পর হলেও শাস্তি হয়েছে। আমার সঙ্গে যা হয়েছে, অন্যদের সাথে যেন না হয়, এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান করছি। হল প্রভোস্ট আমাকে জানিয়েছেন, আপাতত প্রাথমিকভাবে একজনের সিট বাতিল করেছি এবং অন্যদেরও বিচার করা হবে। তবে স্যাররা সবকিছুর তদন্ত শেষ করে এটা পরে জানাবেন ‘
গত ৭ অক্টোবর ঢাকা কলেজের দক্ষিণায়ন হলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফ রেজা মাসুমকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করলে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ।